Friday, October 3

আবু-দাউদ শরীফ - বাংলা । Sunan Abu Dawud - Bangla. (The World's Greatest Book)

শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়, অতি দয়ালু



আসসালামু আলাইকুম।
"Assalamu'alaikum owa rahmatullahi owa barakatuhu"
(May the peace, mercy, and blessings of Allah be with you)

আবু-দাউদ শরীফ ।ইমাম আবু দাউদ (রহ.) । 
সর্ব কালের শ্রেষ্ঠ গ্রন্থের একটি

Sunan Abu Dawud by Imam Abu Dawud.



সুনানে আবু দাউদ-এর সংকলক ইমাম আবু দাউদ (রহ.) ইলমে হাদিস চর্চার স্বর্ণযুগ ২০২ হিজরি সনে, ৮১৭ খ্রিস্টাব্দে বর্তমান আফগানিস্তানের অন্তর্গত কান্দাহার ও চিশতের কাছে সিস্তান নামক স্থানে জন্মগ্রহণ করেন। তাঁর প্রকৃত নাম সুলাইমান, উপনাম আবু দাউদ, বাবার নাম আশয়াস, দাদার নাম ইসহাক। জন্মস্থানের সঙ্গে সম্পর্ক রেখে তাঁকে সিজিস্তানি বা সিস্তানি বলা হয়। ইমাম আবু দাউদ (রহ.)-এর শৈশব সম্পর্কে বিশদভাবে তেমন কিছু জানা যায় না। তবে তাঁর জীবনী সম্পর্কে বিভিন্ন লেখকের লেখা পড়লে অনুমিত হয় যে ইমাম আবু দাউদ (রহ.)-এর শৈশব সিস্তানেই কেটেছিল এবং তিনি পারিবারিক পরিমণ্ডলে প্রাথমিক শিক্ষা অর্জন করেন।

তথ্যানুসন্ধানে জানা যায়, ইমাম আবু দাউদ (রহ.) তাঁর যৌবনে ‘সুনানে আবু দাউদ’-এর রচনা সম্পন্ন করেন। তিনি স্মৃতিবদ্ধ হাদিসের বিশাল ভাণ্ডার থেকে যাচাই-বাছাই করে মোট চার হাজার ৮০০ হাদিস তাঁর সুনান গ্রন্থে সনি্নবেশ করেন। এ বিষয়ে তিনি নিজেই বলেন, ‘আমি রাসুলে করিম (সা.)-এর পাঁচ লাখ হাদিস লিপিবদ্ধ করেছিলাম। তার মধ্য থেকে বাছাই করে মনোনীত হাদিসগুলো এ গ্রন্থে সনি্নবেশ করেছি।’ ইমাম আবু দাউদ (রহ.) গ্রন্থখানা সংকলনের পর প্রথম তা নিজের উস্তাদ ইমাম আহমাদ ইবনে হাম্বল (রহ.)-এর সামনে উপস্থাপন করেন। ইমাম আহমাদ (রহ.) গ্রন্থখানা খুবই পছন্দ করেন এবং একখানা উত্তম হাদিস গ্রন্থ বলে খুবই প্রশংসা করেন।)-
waveofislam

Sunan Abu Dawud is one of the great collection of ahadith after Sahih Bukhar & Sahih Muslim. It was compiled by Imam Abu Dawud. From amongts Fifty Thousand collected hadith, Imam Abu Dawud just only included 4800 hadith in his book. Imam Abu dawud took almost 20 years to collect this ahadith. We have to know that Sunan Abu Dawud contain Sahih, Weak i.e Daeef and Fabricated. So we have to be careful in this subject at the time of collecting hadith from Sunan Abu Dawud. May Allah save Imam Abu Dawud from Jahannam and Grant Jannat for his Great contribution in the field of Islam.




আবু-দাউদ শরীফ ডাউনলোড.........
DOWNLOAD SUNAN ABU DAWUD......।



ইসলামিক ফাউন্ডেশন  – থেকে প্রকাশিত.....
Sunan Abu Dawud published by Islamic Foundation...















The definition of ALLAH is

قُلْ هُوَ اللَّهُ أَحَدٌ
اللَّهُ الصَّمَد
لَمْ يَلِدْ وَلَمْ يُولَدْ
وَلَمْ يَكُن لَّهُ كُفُوًا أَحَدٌ

Say (O Muhammad (Peace be upon him)): ”He is Allâh, (the) One.
য’ঈফ ও জাল হাদীস সিরিজ এবং উম্মাতের মাঝে তার কু-প্রভাব ।
Allâh-us-Samad. (The Self-Sufficient Master, Whom all creatures need, He neither eats nor drinks).
He begets not, nor was He begotten;
And there is none co-equal or comparable unto Him.

বলুন, তিনি আল্লাহ, এক
আল্লাহ অমুখাপেক্ষী
তিনি কাউকে জন্ম দেননি এবং কেউ তাকে জন্ম দেয়নি
এবং তার সমতুল্য কেউ নেই।

0 মন্তব্য:

Post a Comment