Friday, October 3

সহীহ্ মুসলিম - বাংলা। Sahih Muslim - Bangla.(The World's Greatest Book)


শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়, অতি দয়ালু


আসসালামু আলাইকুম।
"Assalamu'alaikum owa rahmatullahi owa barakatuhu"
(May the peace, mercy, and blessings of Allah be with you)


সহীহ্ মুসলিম - বাংলা।  আল-ইমাম আল-হাফেজ হুজ্জাতুল ইসলাম আবুল হুসাইন মুসলিম ।
সর্ব কালের শ্রেষ্ঠ গ্রন্থের একটি 


Sahih Muslim (Bangla) by Abul Hussain Muslim bin Habaj al Nishapuri.



মুসলিম শরীফ নামে খ্যাত হাদীস গ্রন্থটি যিনি সংকলন করেছেন, তাঁর নাম আল-ইমাম আল-হাফেজ হুজ্জাতুল ইসলাম আবুল হুসাইন মুসলিম ইবনুল হাজ্জাজ আল-কুশায়রী আন-নায়সাবূরী নায়সাবূরে জন্ম গ্রহণ করেন। তিনি নির্ভেজাল আরব বংশজাত। তাঁর পরিবারের আদি বাসস্থান নায়সাবূর। শৈশবকাল হতেই তিনি হাদীস শিক্ষায় আত্মনিয়োগ করেন। হাদীস শিক্ষার উদ্দেশ্যে তৎকালীন মুসলিম জাহানের সবগুলি কেন্দ্রেই গমন করেন। হাদীসের শ্রেষ্ট উস্তাদ ও মুহদ্দিসদের নিকট হতে হাদীস শিক্ষা ও সংগ্রহ করেন। ইমাম মুসলিম সর্বপ্রথম ২১৮/৮৩৩ সনে হাদীসের দারসে বসতে শুরু করেন। মুসলিম ছিলেন উলূমে হাদীসের এক বিশাল সাগর। বিশ্বের সকল হাদীস বিশারদ তাঁকে এ বিষয়ের একজন শ্রেষ্ট ইমাম বলে ঐকমত্য পোষণ করেছেন। তাঁর যুগের বড় বড় মুহাদ্দিসগণ তাঁর নিকট হাদীস শিক্ষা করেছেন। যা আপনাদের জন্য ডাউনলোড লিংক সহ দেওয়া হলো। -ইসলামিক জোন


Sahih Muslim is the Second Most Authentic Collection Hadith in this world collected by Imam Muslim. The Original name of Imam Muslim is Abul Hussain Muslim bin Habaj al Nishapuri. Imam Muslim Born in 202 A.H./ 817 C.E and Died in 261 A.H / 874 C.E. in Iran. Imam Muslim have collected 3 Lac hadith and after checking only 7300+ hadith were include in his book. May Allah Reward him with the Greatest Place of Jannat.


সহীহ্ মুসলিম ডাউনলোড............
DOWNLOAD SAHIH MUSLIM......


বাংলাদেশ ইসলামিক সেন্টার  – থেকে প্রকাশিত.....
Published by Bangladesh Islamic Center...

























The definition of ALLAH is

قُلْ هُوَ اللَّهُ أَحَدٌ
اللَّهُ الصَّمَد
لَمْ يَلِدْ وَلَمْ يُولَدْ
وَلَمْ يَكُن لَّهُ كُفُوًا أَحَدٌ

Say (O Muhammad (Peace be upon him)): ”He is Allâh, (the) One.
য’ঈফ ও জাল হাদীস সিরিজ এবং উম্মাতের মাঝে তার কু-প্রভাব ।
Allâh-us-Samad. (The Self-Sufficient Master, Whom all creatures need, He neither eats nor drinks).
He begets not, nor was He begotten;
And there is none co-equal or comparable unto Him.

বলুন, তিনি আল্লাহ, এক
আল্লাহ অমুখাপেক্ষী
তিনি কাউকে জন্ম দেননি এবং কেউ তাকে জন্ম দেয়নি
এবং তার সমতুল্য কেউ নেই।

0 মন্তব্য:

Post a Comment