Wednesday, December 25

হাদিস কি আল্লাহর ওয়াহী, কুরআন কি বলে.। Is Hadith Wahi of Allah? What does Qur’an Say…Islamic eBook.

বিসমিল্লাহির রহমানীর রাহীম


আসসালামু আলাইকুম
হাদিস কি আল্লাহর ওয়াহী, কুরআন কি বলে..........
লেখকঃ মুহাম্মাদ ইকবাল বিন ফাখরুল ।

ইবুক(বাংলা)


বৈশিষ্ট্য:
এই বইটি আঘাত হানবে সেই সমস্ত লোকদের:
=> যারা হাদিস মানে না বা মানতে চায় না।
=> যারা শুধুমাত্র কুরআনকেই মানে। আর হাদিসকে অমান্য ও তাচ্ছিল্য করে।
=> যারা হাদিসকে আল্লাহর ওয়াহী মানে না।
=> যারা হাদিসকে ছোট মর্যাদা দেয়।
=> যারা হাদিসকে হেয় করে থাকে।
=> যারা হাদিসকে মর্যাদা দিতে চায় না।
=> যারা নিজেদের “‍আহলুল কুরআন”" বলে পরিচয় দেয় কিন্তু হাদিসকে অস্বীকার করে থাকে।
=> সেই সমস্ত ‍"সালাফী আলেমদের" যারা হাদিসকে ওয়াহী মনে করে না।
=> সেই সমস্ত "সালাফী আলেমদের" যারা হাদিসকে ওয়াহী মনে করলেও কুরআনকে উপরে আর হাদিসকে নিম্নে স্থান দেয়।
=> সেই সমস্ত "সালাফী ও হানাফী আলেমদের" যারা হাদিসকে ওয়াহী গাইরে মাতলু বলে কিন্তু দলিল দিয়ে প্রমাণ করতে পারে না।

বইটিতে কুরআন দিয়ে প্রমাণ করা হয়েছে যে "হাদিস আল্লাহর ওয়াহী"। এটা অস্বীকার করার কোন উপায় নেই।




0 মন্তব্য:

Post a Comment