Sunday, December 29

নববর্ষ উদযাপন করার বিধান । নতুন বছর উদযাপন করার আগে দেখে দিন কি বলে কোরআন এবং হাদীস এ ব্যাপারে ।

বিসমিল্লাহির রহমানীর রাহীম

আসসালামু আলাইকুম



সবাই কেমন আছেন?আশা করি ভালোই আছেন ।যদিও এই দেশে ভালো থাকার কোন কারন নেই ।তার পরো আশা করি সবাই ভাল থাক ।কারন আশা না থাকলে এই পৃথিবীতে এক মুহূর্তও কেও বেচে থাকতে পারবে না ।
যাই হোক আর কিছু দিন পরে এই বছর শেষ হবে, শুরু হবে নতুন  আরেকটি বছর ।আর এই নতুন বছর কে উদযাপন করার জন্য হয়তো অনেকে পুরো প্রস্তুতি নিয়ে ফেলেছেন ।কিন্তু একজন মুসলিম হিসেবে আপনি কি জানেই এ ব্যাপারে কোরআন এবং হাদীস কি বলে ।
যারা জানেন না তাদের জন্য আমার আজকের এই পোষ্ট ।
এই নতুন বছর উদযাপন করার আগে দেখে দিন কি বলে শরিয়ত এ ব্যাপারে ।



1 মন্তব্য:

  1. Thirty First Night is not allowed by Islam!!
    Celebrating the thirty first night is the greatest sim.
    It is not an Islamic festival.So, You should leave this.

    ReplyDelete