Sunday, October 13

যিলহজ, ঈদ ও কোরবানি ! Zilhoj, Eid o Kurbani !


বিসমিল্লাহির রহমানীর রাহীম



 আসসালামু আলাইকুম



যিলহজ, ঈদ ও কোরবানি




সংকলন:
আব্দুল্লাহ শহীদ আব্দুর রহমান
সম্পাদক:
নুমান বিন আবুল বাশার
প্রকাশনায়:
ইসলাম প্রচার ব্যুরো, রাবওয়াহ, রিয়াদ



সংক্ষিপ্ত বর্ণনা:
যিলহজ মাসের প্রথম দশক অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়। এ দশকে এবাদত-বন্দেগির তুলনায় আল্লাহর নিকট অধিক প্রিয় অন্য কোনো কাল ও সময় নেই মর্মে হাদিসে এসেছে।
আরাফা দিবস মাগফেরাত ও জাহান্নাম থেকে মুক্তিলাভের শ্রেষ্ঠ দিবস, যে দিবসের রোজা বিগত ও আগত এক বছরের পাপের কাফফারা। এ দিবসটিও যিলহজ মাসের প্রথম দশকেই অবস্থিত। ইয়াউমুন নাহর, যা হাদিসের ভাষ্যানুযায়ী সমধিক মহিমান্বিত দিবস, যিলহজের প্রথম দশকেই অবস্থিত।
 বড় ঈদ ও কোরবানি এ দশকেই স্থান পেয়েছে, এবং উভয়টারই রয়েছে ভিন্ন ভিন্ন আহকাম। আমাদের বর্তমান রচনাটি উল্লিখিত সবকটি বিষয়কেই আলোচনায় এনেছে যথার্থভাবে। 








0 মন্তব্য:

Post a Comment