Saturday, August 3

লাইলতুল কদর ! নামটি সবাই জানি কিন্তু কতটুকু জানি এই রাত সম্পর্কে । একটি পূর্ণাঙ্গ গাইড ।LAILOTUL KODOR ! A Complete Interview with Dr Zakir Nayek.

বিসমিল্লাহির রহমানীর রাহীম





আসসালামু আলাইকুম

১ নিশ্চয়ই আমি এটা অবতীর্ণ করেছি মহিমান্বিত রজনীতে;
 ২ তুমি কি জান সেই মহিমান্বিত রজনীটি কি ?
 ৩ মহিমান্বিত রজনী সহস্র মাস অপেক্ষা উত্তম।
 ৪ ঐ রাত্রিতে ফেরেশতাগণ ও (তাদের সর্দার) ‘রুহ’ অবতীর্ণ হর প্রত্যেক কাজে তাদের প্রতিপালকের অনুমতিক্রমে।
 ৫ শান্তিই শান্তি, সেই রজনী ঊষার অভ্যুদয় পর্যন্ত।

শুরু করছি মহান আল্লাহ্‌ নামে । মহান আল্লাহ্‌ রহমতে রমযান বিষয়ক আমার ধারাবাহিক পোষ্টের আরো একটি নতুন  পোষ্ট শুরু করছি ।আর আজকের বিষয় লাইলতুল কদর ।


এটি একটি খুবি গুরুত্বপূর্ণ বিষয়  ।মোটামুটি আমরা সবাই কম বা বেশি জানি লাইলতুল কদর সম্পর্কে । লাইলতুল কদর কি সেটা হয়তো আর নতুন করে বলে দিতে হবে না ।
আমরা সবাই জানি এই রাতে ইবাদত করা হাজার মাস ইবাদত করার সমান ।
কিন্তু এখানেই কি এই রাতের গুরুত্ব শেষ ?????????
জানতে সাথেই থাকুন ।

এই রাতের গুরুত্ব কত টুকু ?
এই রাত কেন এত গুরুত্বপূর্ণ ?
এই রাতে কেন হাজার মাসেরো  ইবাদত করা চেয়ে বেশি ???
কি ভাবে আসলো এই লাইলতুল কদর??
লাইলতুল কদর কোন রাতে হয় ???
এ সব প্রশ্নের উত্তর জানতে শুনুন এই অডিও ফাইলটি ।
এ সব প্রশ্নের উত্তর সহ লাইলতুল কদর সম্পর্কে একটি পূর্ণাঙ্গ গাইড ।


এটি একটি এমপি৩ ফাইল ।আর আমাদেরকে এই বিষয় সম্পর্কে কুরআন ও হাদিসের আলোকে পরিপূর্ণ জ্ঞান দিয়েছে ডঃ যাকির নায়েক ।
এ বিষয় সম্পর্কে একটি পূর্ণাঙ্গ গাইড …………।


0 মন্তব্য:

Post a Comment