Tuesday, July 30

রাসুল (সঃ) যেভাবে রমযান যাপন করেছেন। Rasul (sallallahu 'alaihi wa sallam) je bhabe Romjan japon korechhe.

বিসমিল্লাহির রহমানীর রাহীম



আসসালামু আলাইকুম


শুরু করছি মহান আল্লাহ্‌ নামেমহান আল্লাহ্‌ রহমতে রমযান বিষয়ক আমার ধারাবাহিক পোস্টের আজকের  পোষ্টটি শুরু করছি ।আজ আমি একটি অসাধারণ বই আপনাদের সাথে শেয়ার করবো ।

সেটি হচ্ছে “রাসুল (সঃ) যেভাবে রমযান যাপন করেছেন”



সংকলন: ফায়সাল বিন আলী আল-বাদানী
অনুবাদক: কাউসার বিন খালিদ
সম্পাদক: নুমান বিন আবুল বাশার - মুহাম্মদ শামসুল হক সিদ্দিক
প্রকাশনায়: ইসলাম প্রচার ব্যুরো, রাবওয়াহ, রিয়াদ


 এ বইটিতে, রোজা যাপন অবস্থায় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বীয় প্রতিপালকের সান্নিধ্যে নিজের আবেগ-অনুভূতি-আচরণ উন্মীলিত করার আকার-প্রকৃতি, উম্মত বিষয়ে তাঁর পদক্ষেপ ও কর্মচাঞ্চল্যের ধরন-ধারণ, রোজা যাপনকালে পবিত্র স্ত্রীদের বিষয়ে নানাবিধ কর্মযজ্ঞ—ইত্যাদির পথ ধরে সিয়াম-সাধনার পূর্ণাঙ্গ নববী রূপ প্রাজ্ঞ লেখক ও বিদগ্ধ শরিয়তবিদ ফায়সাল বিন আলী আল বা’দানী ফুটিয়ে তুলেছেন।





 ডাউনলোড

0 মন্তব্য:

Post a Comment